January 23, 2025

শফিকুল ভূঁইয়া জামালপুর থেকে: সরকার পতনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে অসহযোগ আন্দোলন এবং ৭ জানুয়ারির ভোট বর্জনে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে জামালপুরের সরিষাবাড়ীতে লিফলেট বিতরণ ও মিছিল করেছে মহাদান ইউনিয়ন বিএনপি।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া চেরাগ আলী মোড় এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া চেরাগ আলী মোড় এলাকা থেকে শুরু হয়ে ‘স’মিল মোড়, হাজীবাড়ী মোড় পদক্ষিণ করে চেয়াগ আলী মোড় এ এসে শেষ হয়।
এসময় মিছিলে থাকা নেতারা জনসাধারণের মাঝে সরকার পতনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে অসহযোগ আন্দোলন এবং ৭ জানুয়ারির ভোট বর্জনে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে লিফলেট বিতরণ করেন।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ডা. আনোয়ার-উস-ছাদাদ লাঞ্জু, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য মোঃ জহুরুল হক, ইসাহাক মেম্বার, মহাদান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন লিটন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান জুয়েল প্রমুখ।
এদিকে একই সময় উপজেলার মহাদান ইউনিয়নের বিলবালিয়া মোড়ে বিভিন্ন দোকানে জামায়াত নেতা আবু তাহের ও এড. বেলাল খানের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *